দিশারী ডেস্ক। ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : বর্গা দেয়া গরুর খাবারের খরচ কে বহন করবে ?
-ইবরাহিম, কুমিল্লা
উত্তর : গরু বর্গা দেয়ার প্রচলিত পদ্ধতি শরিয়তসম্মত নয়। তাই তা নাজায়েজ। এখন আপনার করণীয় হলো—আপনি বর্গাগ্রহীতাকে গরু লালন-পালন বাবত ন্যায্য পারিশ্রমিক দেবেন। গরু বিক্রির পূর্ণ লভ্যাংশের মালিক আপনি একাই হবেন।
গরুর খাওয়া ও চিকিৎসা খরচও আপনিই বহন করবেন। (হিন্দিয়া : ৪/৪৪৫, তাবয়িনুল হাকায়েক : ৫/২৭৮, ফাতাওয়া হক্কানিয়া : ৬/৩৫১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।
সূত্র : অন্য দৈনিক।