দিশারী ডেস্ক। ৩ ডিসেম্বর, ২০২৪
ভারতে বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়ে হামলা, ভাংচুর ও পতাকায় আগুন দেয়ার ঘটনা এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টার প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, বিকেল সাড়ে ৪টায় নোয়াখালী শহরের রশিদ কলোনী মোড় হতে মিছিলটি শুরু হয়ে মাইজদী নতুৃন বাসস্ট্যান্ড হয়ে শহর প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, গিয়াস উদ্দিন সেলিম, মাহবুব আলমগীর আলো, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, লিয়াকত আলী খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (ভিপি), শ্রমিক দলের জেলার সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, বিএনপি নেতা জিএস দুলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুজ্জাহের হারুন (জিএস), যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতি ছাবের আহমেদ, এডভোকেট দিদারুল আলম, আজগর হোসেন দুখু প্রমুখ নেতৃত্ব দেন।
———————————————————————–
ভারতে বাংলাদেশ হাই কমিশনের পতাকায় আগুন
———————————————————————–
মিছিলে ভারত সরকারের নিরবতায় বাংলাদেশ হাই কমিশনে হামলা, ভাঙচুর, সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিতকরণ ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। কিন্তু বন্ধুত্বের আড়ালে দেশের জনবিরোধী কোন রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয়ার ঘটনা এদেশের সাধারণ মানুষ মেনে নেবেনা।
————————————————————————–
তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে শেখ হাসিনা একটি গণতন্ত্র বিধ্বংসী নাম। ইতোমধ্যে, পুরো বিশ্বের মানুষ তাকে ফ্যাসিস্ট হিসেবে চিনেছি।
তারা বলেন, আমরা ভারতকে জানাতে চাই, আপনার বুকে ফ্যাসিস্ট রেখে বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করা হয়না।ভারতের রয়েছে, একটি গণতান্ত্রিক ইতিহাস। কোন ফ্যাসিস্ট ভারতের বুকে থেকে সে ইতিহাসকে কলংকিত করুক, এটা আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করিনা। বরং, এতে ভারতের সভ্যতা ও গণতন্ত্রের ইতিহাসের অবমাননা করা হচ্ছে। তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রকামী জনগণের মতের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর আহবান জানান।
————————————————————————–
Leave a Reply