দিশারী ডেস্ক। ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : আমার এক আত্মীয় তাঁর ছেলের নাম রেখেছেন রাব্বি। অথচ আমার ধারণা মতে, রাব্বি মানে তো পালনকর্তা। তাই এই নামে তাকে ডাকতে আমার ভয় হয়। আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে কি রাব্বি নাম রাখার কোনো সুযোগ আছে ? দয়া করে জানাবেন।
—সফিউল্লাহ, নড়াইল
উত্তর : রব শব্দের অর্থ পালনকর্তা। সত্যিকার অর্থে পালনকর্তা শুধু আল্লাহ তাআলাই। মানুষের নাম রাব্বি রাখার মধ্যে যেহেতু আকিদা বিনষ্টের আশঙ্কা রয়েছে, তাই রাব্বি নামসহ এ ধরনের যেকোনো নাম রাখা বর্জনীয়।
(মুসলিম, হাদিস : ২২৪৯, মিরকাত : ৮/৫২০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/১৫৬)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।
সূত্র : অন্য দৈনিক।