রাজনৈতিক কারণে ১৬০০ লোক গুম হয়েছে ?

  • আপডেট সময় মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
  • 11 পাঠক

দিশারী ডেস্ক। ৫ নভেম্বর, ২০২৪

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেয়ার সময় শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। এই সময়ের মধ্যে ১ হাজার ৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে।

মঙ্গলবার সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, সাক্ষাৎকার নেয়া হয়েছে ১৪০ জনের। এর মধ্যে ৪০০ অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম বলেন, যে সব গুমের অভিযোগ জমা পড়েছে সব ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে থেকে ২০২৪ সাল পর্যন্ত। রাজনৈতিক কারণে বেশিরভাগ ক্ষেত্রে গুম করা হয়েছে।

তিনি বলেন, রাজনীতি পরিশুদ্ধ না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সৎ ও দক্ষ লোকেরা রাজনীতি পরিশুদ্ধ করতে পারে।

মইনুল ইসলাম বলেন, অনেক লোককে কোনো মামলা ছাড়া বেআইনিভাবে পুলিশের কাছে রাখা হয়েছে। এমন অনেক ঘটনা ঘটেছে। যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!