মুজিববর্ষের নামে ৬ বছরে ব্যয় ১,২৬১ কোটি টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
  • 38 পাঠক

দিশারী ডেস্ক। ২১ নভেম্বর, ২০২৪

গত ছয় বছরে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ‌যাপন উপলক্ষ্যে মুজিববর্ষের অনুষ্ঠানে ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ব্যয়ের প্রতিবেদন তুলে ধরা হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, মুজিববর্ষ পালনের নামে রাষ্ট্রের অর্থের অপচয় করা হয়েছে। সারাদেশে অফিস-আদালতে বঙ্গবন্ধু কর্নার ও মূর্তি বানিয়ে যে পরিমাণ জমি ও অর্থের অপচয় হয়েছে, এগুলো যুক্ত করলে আরো অনেক টাকা অপচয়ের হিসেব পাওয়া যাবে।

২০২৪-২৫ অর্থবছর থেকে মুজিববর্ষ উদযাপনের জন্য সম্পর্কিত বাজেট বরাদ্দ স্থগিত করার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার অফিসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয় কিংবা বিভাগ ও অধীন দফতর কিংবা সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সর্বমোট ১ হাজার ২৬১ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছর থেকে এ সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!