দত্তবাড়ি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন : আমার কিছু বিনয়

  • আপডেট সময় বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • 41 পাঠক

প্রিয় ব্যবসায়ীমহল,

অবশেষে একটি বিশেষক্ষণে নোয়াখালী পৌরসভার দত্তবাড়ি মোড়স্থ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন নির্বাচনে আমার বেশ কিছু শুভাকাঙ্খীসমেত ব্যবসায়ীদের আহবান, অনুরোধের প্রতি সম্মান রেখে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। এ ক্ষণে আপনাদের প্রতি আমার হৃদয়ের মন্দিরভরা ভালবাসা, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

প্রিয় ব্যবসায়ীবৃন্দ,

দত্তবাড়ি মোড় নোয়াখালী পৌরসভাসহ এ অঞ্চলের শতবছরের ঐতিহ্যবাহী স্থান। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানকার পরিবেশের সাথে একাকার। এখানে সমসময়ে সমাজের চাহিদার নিরিখে প্রতিটি উন্নয়ন কর্মে আমার অংশীদারিত্ব ছিল সমাজের শান্তি, শৃঙ্খলার প্রতি দায়বদ্ধতার স্বার্থে।

এখানকার স্থানীয় মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠালগ্নে আমি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পলন করেছি। ফোরকানিয়া মাদরাসার সাধারণ সম্পাদক পদেও আমার দায়-দায়িত্ব পালনে কৃপণতা অবলম্বন করিনি। তবুও এ মোড় ঘিরে বিগত দিনে বেশ কিছু দুর্নাম, আমাদের বিভিন্ন পর্যায়ে সুনাম ও সম্মানহানি করেছে। আমরা সেসব থেকে উত্তরণের লক্ষ্যে ইতোপূর্র্বে জনাব মাষ্টার আবু সাইদ সাহেবের আহবানে ও আন্তরিক প্রচেষ্টায় একাত্ম হয়ে দত্তবাড়ি মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সার্বিক কার্যক্রম গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাগরিত করতে আত্মনিয়োগ করি। যাতে আমার স্বতস্ফূর্ত বাসনা এ এলাকাটি পুরো নোয়াখালী পৌরসভায় একটি আদর্শ নগরী হিসেবে পরিচিত হোক।

আমার একান্ত প্রত্যাশা, এখানে যে কোন ধরনের চাঁদাবাজি, দখলবাজির দৌরাত্ম্য বন্ধ হোক। যে কারণে স্থানীয় ব্যবসায়ীদের প্রকৃত কল্যাণের কামনায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। ব্যবসায়ীদের পক্ষে যে কোন কল্যাণকর দাবি-দাওয়ায় নিজেকে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পাশে থাকার প্রতিজ্ঞা করেছি।

আশা রাখি, আমাকে সভাপতি পদে সম্মানিত করলে আমিও আপনাদের যে কোন বিপদে-আপদে, যে কোন কল্যাণকর আচার-অনুষ্ঠানে, আয়োজনে নিজেকে প্রতিজ্ঞাপূর্বক সততা ও ন্যায়-নীতির পক্ষে অবিচল রাখবো।

প্রিয় ব্যবসায়ীবৃন্দ,

আমি নোয়াখালী হতে প্রকাশিত দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক এবং সংবাদপত্র সম্পাদক পরিষদ, নোয়াখালীর সহ-সভাপতি। এছাড়া জাতীয় দৈনিক দিনকাল ও বাংলাদেশ নিউজ পত্রিকায় কাজ করছি। বিভিন্ন সময়ে সমাজে সংঘটিত অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমি সর্বদাই সোচ্চার ও সজাগ রয়েছি। সে কারণে সমাজের কোন মহল আমার প্রতি কোন ধরনের ভুল বুঝলে আমি ব্যথিত চিত্তে দুঃখ প্রকাশ করছি।

একইসাথে বলে রাখি যে, আমি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি পদে দায়িত্ব পালন করছি। আমি বিশ্বাস করি যে, আমাকে দত্তবাড়ি মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি পদে বই মার্কায় ভোট দিয়ে সম্মানিত করলে আমি দলীয় সুনাম, সুখ্যাতি ও পদ মর্যাদা আপনাদের সার্বিক কল্যাণে সমীহ করবো।

বিনীত,
মো. জাহাঙ্গীর আলম
সভাপতি পদে প্রার্থী
দত্তবাড়ি মোড় ব্যবসায়ী কল্যান সমিতি, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!