দিশারী ডেস্ক। ২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
আওয়ামী লীগের অনেক নেতাই কর্মী ও সমর্থকদের বিপাকে রেখে নিজেদের মতো করে দায় সারছেন। মোটামুটি এক ধরনের আমোদ, ফূর্তিতে সময় পার করছেন তারা। খাচ্ছেন। ঘুমোচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকও পাশে ছিলেন। ৫ আগষ্টের আগে এ লোকটি কথই না পান্ডিত্য নিয়ে কথা বলছিলেন।
৫ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ,পান্ডিত্যপূর্ণ কথা বলার খেতাবধারী এপন্ডিত হাছান মাহমুদ কোথায় আছেন এ নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন প্রকাশ্যে তাকে লন্ডনে দেখা গেছে। এর আগেও অনেক নেতাকে লন্ডনে দেখা গেছে।
এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার ,আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহা সহ অনেক জেলা পর্যায়ের নেতাদের । এদের বেশির ভাগই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
সূত্র জানায়, কিছু আওয়ামী নেতা বিভিন্ন ফন্দি ফিকির খুঁজছেন লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে। তবে তা কোনভাবেই সহজ হচ্ছেনা বলে ওই সূত্র জানায়।