জমিদার হাটে চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 147 পাঠক

দিশারী ডেস্ক। ২১ জানুয়ারী, ২০২৫।

নোয়াখালী সদরের এওজবালিয়ায় দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা করেছে স্থানীয় দখলবাজরা। এসময় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে নাঈম (২৫) নামে একজনকে আটক করে।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার এওজবালিয়া ইউনিয়নের জমিদারহাট বাজারে।

সরেজমিনে জানা যায়, দোকান ভিটির মালিক আব্দুল কাইয়ুম সওদাগর বাড়ির কারী মো. আতিক উল্লা বিগত ৪০ বছর আগে স্থানীয় তরণী কুমার কুরীগং থেকে রেজিস্ট্রি দলিলমূলে দোকান ভিটি খরিদ করেন। এরপর তিনি নিজ নামে জমাখারিজ খতিয়ান সৃজন করে সরকারের খাজনাদি পরিশোধ করে আসছেন। দোকান ঘরটি জরাজীর্ণ হয়ে গেলে গত ৫ জানুয়ারী সকালে তিনি মেরামত করতে থাকেন।

এসময় স্থানীয় লিটন, আব্দুল গনি বাবু, মিলনসহ ৪/৫ জন দখলবাজ সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তার নির্মান কাজে বাধা দেন। কাজ করতে হলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে সাফ জানিয়ে দেন।

এ সময় তাঁকে ও নির্মান শ্রমিকদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে একপর্যায়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু তিনি সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনার জের ধরে সোমবার, ২০ জানুয়ারী রাতের আঁধারে সন্ত্রাসীরা দোকানের সদ্যনির্মিত দেয়াল ভেঙ্গে ফেলে দেয়। এসময় দোকানের ভেতর থেকে মালামাল ও বাইরে থাকা নতুন আড়াই হাজার ইট পিকাপে তুলে প্রকাশ্যে লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে তিনি সুধারাম মডেল থানায় এবং সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা ২১ জানুয়ারী সকালে সিমেন্টের পিলার, কাঠ, টিন নিয়ে এসে জোরপূর্বক আতিক উল্লার ভিটি দখল করে দোকান নির্মাণ করতে থাকে।

খবর পেয়ে সেনাবাহিনীর নোয়াখালীর বিশেষ দল ও সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মিলনের পুত্র নাইম (২৫) নামে একজনকে আটক করেছে। এসময় সন্ত্রাসীদের নির্মানের সামগ্রী ও মালামাল জব্দ করেন তারা। আটককৃতকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!