সদর উপজেলায় “ আগামীর বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা ” শীর্ষক কর্মশালা

  • আপডেট সময় মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
  • 50 পাঠক

দিশারী ডেস্ক। ১৪ জানুয়ারি, ২০২৫।

নোয়াখালী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে তারুণ্যের  উৎসব-২০২৫ “ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) বিকেলে সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী তরুন ও তরুণীদের মধ্যে পুরষ্কোর বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মনছুর আহমেদ, দৈনিক দিশারী’র সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিম, দৈনিক কালবেলার নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন, দৈনিক দিশারী’র নির্বাহী সম্পাদক আ স ম হোসাইন উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক হাফেজ মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সদর উপজেলার ধর্মপুর, নোয়াখালী, কালাদরাপ, এওজবালিয়া, অশ্বদিয়া, নেয়াজপুর, আন্ডারচর ও পূর্ব চরমটুয়ার শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে নোয়াখালী ইউনিয়ন প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এ সময় তারা সুন্দর ও সাবলীল ভাষায় আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরেছেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সচিব সমিতির নোয়াখালীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে পিঠা উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!