ধর্মপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
  • 73 পাঠক

দিশারী ডেস্ক। ১২ জানুয়ারি, ২০২৫।

নোয়াখালীর সদরের ধর্মপুরের হাফেজিয়া নগরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা, দৈনিক দিশারী’র সম্পাদক ও প্রকাশক, ডেইলী সানের নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিমের সভাপতিত্বে ও ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক, তরুন আইনজীবি ও নোয়াখালীর ফৌজদারী আদালতের এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) এডভোকেট আমির হোসাইনের পরিচ্ছন্ন সঞ্চালনায় উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলেমা দলের কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবু ছাফা, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ মো.আলমগীর, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের ( দাদা ), জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট ইমাম হোসেন স্বপন, দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক, দৈনিক দিনকালের প্রতিনিধি এবং নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি অলি উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক মো.হোসেন, দাউদ উদ্দিন মেম্বার, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্রমিক দলের সভাপতি নুর নবী, বাবুল হোসেন, রফিকুল আলম হেন্জু, শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ হৃদয়, বিএম আমীর হোসেন, মো.হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

————————————————————————————————–

এ আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করা হয়।

একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

————————————————————————————————-

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে হাফেজিয়া নগরের স্থপতি মরহুম হাফেজ ছায়েদল হকের প্রতিও পরম শ্রদ্ধা জানান প্রধান অতিথি এডভোকেট আবদুর রহমান।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!