লন্ডন বিমানবন্দরে ভিআইপি প্রটোকল পাচ্ছেন খালেদা জিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
  • 45 পাঠক

দিশারী ডেস্ক। ৭ জানুয়ারি, ২০২৫

বুধবার ( ৮ জানুয়ারি ) লন্ডনে পৌঁছাবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খালেদা জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের বড়পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘ লন্ডন ক্লিনিক ’ নামক একটি প্রাইভেট চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে।

এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোটপুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ফিসার, এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারসহ কয়েকজন বিএনপি নেতা।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ্য খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ১৮ বার আবেদন করেছিলেন। কিন্তু হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর খালেদা জিয়াকে সকল মিথ্যে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!