দিশারী ডেস্ক। ১০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
নোয়াখালী শহরের সুপার মার্কেটের গ্রাইন্ড ফ্লোরে স্থাপিত আলিফ রেঁস্তোরা এন্ড পার্টি সেন্টার থেকে ইসরায়েলী নামীয় সব ধরনের পণ্য বয়কট করে নিয়েছেন আলিফ কর্তৃপক্ষ। সম্প্রতি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলী সরকারের বর্বোরচিত নির্যাতন, নিপীড়ন, জুলুম ও হত্যার প্রতিবাদে ক্ষোভে, দুঃখে উত্তাল হয়ে ওঠে পুরো বিশ্ব।
ইসরায়েলী বাহিনীর নৃশংস নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাংলাদেশও পৃথিবীর অন্যতম মুসলিম প্রধান দেশ হওয়ায় ইসরায়েলের সব ধরনের পণ্যসামগ্রী বর্জনের ডাক দেয় তৌহিদী জনতা। এমন প্রতিবাদে একাত্মা পোষণ করেন নোয়াখালী সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে স্থাপিত আলিফ রেঁস্তোরা কর্তৃপক্ষও।
তারা তাৎক্ষণিক জনমানুষের এমন প্রতিবাদে শামিল হয়ে ইসরায়েলী পণ্যনামে খ্যাত কোকাকোলা, পেপসিসহ সব ধরনের ইসরায়েলী পণ্য আলিফ থেকে তুলে নেয়। তবুও জনৈক ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ সুবিধা চরিতার্থ করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিফ রেঁস্তোরার ব্যবস্থাপক ও কর্তৃপক্ষের ব্যক্তিগত, ব্যবসায়িক ও সামাজিক সুনাম, সুখ্যাতি বিনষ্টের লক্ষ্যে নানা ধরনের উস্কানীমূলক ও বিভ্রান্তিকর অপপ্রচার করছে বলে কর্তৃপক্ষ বৃহষ্পতিবার, সকাল ১১ টায় আলিফ রেঁস্তোরায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ওই ব্যক্তিকে চিহ্নিত করার লক্ষ্যে আরিফ রেঁস্তোরার ব্যবস্থাপক সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
আলিফ কর্তৃপক্ষ বিশ্বাস করেন, সমাজের এক শ্রেণীর ওৎপেতে থাকা লুটেরা তথা কোন ধুরন্ধরদের ডাকে কোন প্রকৃত ও খাঁটি মুমিন, মুসলমান অন্য কারো জীবন, মাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বিশৃঙ্খল ও বিপর্যস্ত করে মুসলিম জাতিকে বিশ্বপরিমন্ডলে হেয় করবেননা।