দিশারী ডেস্ক।১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : আমাদের এলাকার কিছু লোক মৃতদের গোসল দেয়। গোসল দেয়া শেষ হলে অবশিষ্ট সাবান ইত্যাদি নিজেরা নিয়ে যায়। এগুলো নাকি তারা নিজেরা ব্যবহার করে। আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সময় ব্যবহৃত সাবান কি নিজেরা ব্যবহার করতে পারবে ?
—খালিদ, মিরপুর
উত্তর : মৃত ব্যক্তিকে গোসল দেয়ার সময় ব্যবহৃত সাবান নিজেরা ব্যবহার করতে পারবে।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।