দিশারী ডেস্ক। ১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ।
আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাসূচক বাক্য। এর অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। পবিত্র কোরআনের শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। মহানবী (স.) আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন।
হাদিসে এসেছে, ‘ আল্লাহ তায়ালার মাহাত্ম্য বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই। (তিরমিজি)।
আরেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তায়ালা সব থেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন, এ জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তাঁর প্রশংসার নির্দেশ দিয়েছেন।’ (বুখারি)
হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘ সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা-ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ।’ (তিরমিজি)
মহানবী (সা.) আরও বলেন, ‘ আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়।’ (মুসলিম)
আসওয়াদ ইবনে সারিয়া (রা.) বলেন, একবার আমি মহানবী (সা.)-কে বললাম, ‘ আমি আল্লাহ তায়ালার শানে কিছু প্রশংসা বাক্য বলতে চাই—যদি আপনার অনুমতি থাকে।’ তিনি বললেন, ‘আল্লাহ তায়ালা নিজের প্রশংসা অনেক পছন্দ করেন।’ (মুসনাদে আহমাদ)
মহানবী (সা.) বলেন, ‘ আল্লাহ তায়ালার কাছে প্রিয় বাক্য চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার…।’ (মুসলিম)
কখন পড়াবে
————
আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহৃত একটি বাক্য। মানুষ যখন কোনো সুসংবাদ শুনতে পায় তখন আলহামদুলিল্লাহ বলে। এ ছাড়াও কেউ যদি কারও কুশল জানতে চায়, তা হলেও এর উত্তরে আলহামদুলিল্লাহ বলা হয়।