কোম্পানীগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ করেছে দু’ফ্যাসিষ্ট !

  • আপডেট সময় শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
  • 104 পাঠক

দিশারী ডেস্ক। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে ভূমিহীনদের জমি জোরপূর্বক দখল ও ভূমিগুলো পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভূমিহীনরা।

একইসাথে দখলদার দুই ফ্যাসিষ্ট চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

————————————————————————

ভূমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

————————————————————————

শনিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গাংচিল গ্রামের কাদিরার চর এলাকায় এ কর্মসূচি পালন করে কয়েক শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ।

ভূমিহীনরা জানান, ২০১৩ সালে সরকারিভাবে গাংচিল গ্রামের প্রায় ৬ শতাধিক ভূমিহীনকে দেড় একর করে সরকারি খাসজমি বন্দোবস্ত দেয়া হয়। তারা পরিবার পরিজন নিয়ে ওই জমিতে বসবাস শুরু করেন। দীর্ঘ ৮ বছর বসবাস করার পর ২০২২ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের সহযোগিতায় পার্শ্ববর্তী ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান কামাল উদ্দিন কামাল কোম্পানি ওই জমিগুলো দখলের উদ্দেশ্যে ভূমিহীনদের ওপর হামলা চালায়।

ভূমিহীনদের মারধোর, তাদের বসতঘর ভাঙচুর এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভূমিহীনদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নোটারি করে নিজের নামে ভূমিগুলো নিয়ে যায় কামাল কোম্পানি।

একই সাথে ক্ষমতার দৌরাত্ম্যে পার্শ্ববর্তী নোয়াখালী খালের একটি অংশ দখল করে নেন তিনি। যার ফলে সর্বশেষ বন্যায় পানিবন্দি হয়ে দীর্ঘ সময় ধরে কষ্ট করেছে ওই এলাকার মানুষ।

বর্তমানে কামালের দখলে ভূমিহীনদের প্রায় সহস্রাধিক একর ভূমি দখলে রয়েছে বলে জানান তারা।তার এসব অপকর্মের সঙ্গী হয়েছে চর এলাহির ফ্যাসিস্ট চেয়ারম্যান আবদুর রাজ্জাক। কামাল নিজের দখলদারিত্ব বজায় রাখতে রাজ্জাককেও নগদ সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেন ভূমিহীনেরা।

ভুক্তভোগীরা আরও জানান, পরবর্তীতে সাবেক চেয়ারম্যান কামাল কোম্পানি দখলকৃত ভূমিগুলো চট্টগ্রামের একটি কোম্পানির কাছে কয়েক কোটি টাকায় ভাড়া দিয়ে দেন। ওই কোম্পানি এখানে কথিত মাছের প্রকল্প গড়ে তোলেন। বিভিন্ন সময় ভূমিহীনরা তাদের জমিতে আসতে চাইলে সাবেক দুই চেয়ারম্যান এবং চট্টগ্রামের ওই কোম্পানির লোকজন তাদের মারধোর করে বলে অভিযোগ করেছেন ভূমিহীনরা। মানবন্ধন ও প্রতিবাদ মিছিলে কয়েক শতাধিক ভূমিহীন নারী-পুরুষ সরকারিভাবে পাওয়া তাদের এই ভূমি প্রশাসনের মাধ্যমে পুনরায় বুঝিয়ে দেয়ার জোর দাবি জানিয়েছেন।

তারা বিচার দাবি করে আরো বলেন, ৫ তারিখে আওয়ামী ফ্যাসিস্টদের বিদায় না হলে এ চরে বাদবাকী কোন পরিবারগুলোও বসত নিয়ে বেঁচে থাকতে পারতেন না।

খাল দখলের বিষয়ে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী বলেন, নোয়াখালী খালের দখলের বিষয়টি খবর নিয়ে এটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!