দিশারী ডেস্ক। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।
নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেটে রাত-দিনে অবাধে চলছে ইয়াবা ও বিভিন্ন মাদকসেবীদের জমজমাট আসর। জানা যায়, দীর্ঘদিন থেকে মাইজদী হাউজিং এস্টেটের কতেক চা দোকান ও বিভিন্ন বাসা-বাড়িতে ওঠতি বয়সে যুবকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিদিন চলে এই জমজমাট মাদকের আসর। মাদক ছাড়াও চলে অবাধে বিভিন্ন বাসা-বাড়িতে অসামাজিক কার্যকলাপ।
হাউজিং এস্টেটের বাসিন্দা সুমন বলেন, এভাবে হাউজিং এস্টেটে অসামাজিক কার্যকলাপ চলতে থাকলে কোন সভ্য নাগরিক এ এলাকায় বসবাস করার প্রেরণা থাকবেনা। তিনি বলেন, বিভিন্ন ধরনের মানুষ কতেক বাসা, বাড়ি ভাড়া নিয়ে এসব অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। বাসার মালিকেরা জানলেও অর্থের লোভে কোন বাদ প্রতিবাদ করছেননা। ফলে নানা শঙ্কায় ভীত হচ্ছেন এখানকার সচেতন নাগরিকেরা।
এ এলাকায় অসামাজিক কার্যকলাপের দৃশ্যপটে বাসিন্দাদের নিজের পরিবার পরিজন নিয়ে চলাফেরায়ও বিব্রত হচ্ছেন।
Leave a Reply