‘সরকারি কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকার নিয়ম নেই’ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১
  • 702 পাঠক

নিজস্ব প্রতিনিধি
—————–

সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কর্মকর্তাদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার কোনো নিয়ম রুলস অব বিজনেসে নেই। এ বিষয়ে কোনো কর্মকর্তা কারো সঙ্গে দুর্ব্যবহার করলে সেটা দুর্নীতি হিসেবে গন্য হবে।

তিনি আরও বলেন, স্যার মানে মহোদয়। সেবা নিতে গেলে যদি অভ্যর্থনা জানানো না হয়, সেটাই অন্যায়। এটাও একধরনের দুর্নীতি। কর্মকর্তাদের মনে রাখতে হবে আপনার আচরণ সরকারের আচরণ। কারণ কর্মকর্তাদের অফিস মাননীয় প্রধানমন্ত্রীর আচরণ। এ ধরনের কোনো নিয়ম নেই।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!