নোয়াখালী শহরে স্বামী স্ত্রী পরিচয়ে কি হচ্ছে!

  • আপডেট সময় বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩
  • 203 পাঠক

অনলাইন ডেস্ক

————-
নোয়াখালী শহরে অসামাজিক কার্যকলাপ বেড়ে চলার অভিযোগ ওঠেছে। সূত্র জানায়, জেলা শহরের প্ল্যাট এলাকাসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিভিন্ন বয়সী যুবক-যুবতির কতেক উচ্ছিষ্টাংশ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এমন অসাধু জীবন পার করছেন।

সূত্রের দাবি , এ তালিকায় রয়েছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রবাসীর স্ত্রীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী চাকুরিজীবি যুবক-যুবতি, বেকার ও ভবঘুরেরাও।

আবার, শহরের বিভিন্ন এলাকায় বাসা নিয়ে একশ্রেণীর নারীরা বিভিন্ন অপরাধীদের পারঙ্গমতায় সমাজের বিভিন্ন বয়সী পুরুষদেরও জিম্মি করে প্রতিনিয়তই প্রতারিত করার ঘটনা রয়েছে। অবশ্যই, এসব ঘটনার নির্মূলে জেলার আইনশৃঙ্খলাবাহিনীও বসে নেই। ইতোপূর্বে ,এমন অপরাধের দায়ে কতেক প্রতারক যুবক, যুবতিও গ্রেফতার হয়েছে নোয়াখালী পুলিশের হাতে।

এছাড়া, শহরের অনেক বাসা-বাড়িতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যাগ নিয়েও কতেক যুবক-যুবতি আসা যাওয়া করতে দেখা গেছে। তাছাড়া, শহরের বিভিন্ন আবাসিক হোটেল-রেস্তোঁরায়ও এমন অসামাজিক কর্মকান্ড সংঘটনের কথা জানা গেছে।

অসামাজিক কার্যকলাপ সংঘটনের কতেক গোষ্ঠী শহরের বিভিন্ন স্পটেও আধুনিকতার নামে বেপরোয়া চলন-বলন করতে দেখা গেছে।

জেলা শহরে প্রকাশ্যে দিনেদুপুরে সংঘটিত অহরহের চিত্রে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের সচেতন অভিভাবকরা। এসব যুবক-যুবতির অশালীন চলাধারায় সমাজের সভ্যমহল বিব্রত হলেও যেন তাতে তাদের কিছুই যায় আসেনা। মাইজদী স্টেডিয়াম পাড়ার কতেক বাসিন্দাও এমন অভিযোগ করেছেন।

সমাজের এমন বিভৎস চেহারায় শামিল রয়েছেন এক শ্রেণীর গৃহবধুরাও। বিয়ের পরে পরকীয়া সম্পর্কের দিকে আকৃষ্ট হচ্ছেন অনেক সরকারী-বেসরকারী চাকুরিজীবির স্ত্রীও। নৈতিকতার চর্চার অভাবে সমাজে দিনদিন বিয়েবহির্ভূত সম্পর্কের ঝোঁক বাড়ছে বলেই দাবি সমাজ সচেতনদের। তাঁরা বলেছেন, এদের মধ্যে অধিকাংশই উচ্চবিত্ত এবং সামাজিকভাবে উঁচুতলার মানুষ।

আবার, কিছু গৃহবধুর স্বামী প্রবাসে থাকার কারণেও চারিত্রিকভাবে এমন বর্বরতাকে নিত্যসহচর করে চলছেন বলেও জানান সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!