চিন্ময় ইসকনের কেহ না ? ভারতের বিবৃতি কার স্বার্থে ?

  • আপডেট সময় বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
  • 71 পাঠক

দিশারী ডেস্ক। ২৮ নভেম্বর, ২০২৪

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এ কথা জানান।

—————————————————————————

তিনি বলেন, ‘ কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ-পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। তাই তাদের দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের নয়।’

—————————————————————————

চারু চন্দ্র দাস বলেন, ‘ গত ৩রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত।’

এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, তার (আইনজীবী) মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে।’

উল্লেখ্য, এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।

এদিকে, চিন্ময়কে আটকের ঘটনায় ভারতের বিবৃতির বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দেশের সচেতন নাগরিকেরা। তারা বলেছেন, বিশ্বজিতকে প্রকাশ্যে হত্যার ঘটনায় ভারতের জ্বলেনি। মাত্র একজন ( উগ্রবাদী ) ইসকনকে আটকের প্রতিবাদে বিবৃতি দেয়া মানেই বাংলাদেশের রাজনীতিতে নিজের অনুগতদের প্রশ্রয় দেয়া।

তারা মনে করেন, ওরা ( ইসকন) বাংলাদেশে এসেছে, একটি রাজনৈতিক দলের এজেণ্ট হিসেবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!