দিশারী ডেস্ক। ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।
চিকিৎসাসেবায় দুরাবস্থা রুখবে কে ? বাঁ চোখের জায়গায় ডান চোখের অপারেশন। তাও মাত্র দেড় বছর বয়সি শিশু ইর্তিজা আরিজ হাসানের। বাঁ চোখে সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন বাবা-মা। এ সময় শিশুর চোখে ময়লাজাতীয় বস্তুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক।
কিন্তু অ্যানেসথেসিয়া দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাঁ চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়লে পরে দুঃখ প্রকাশ করে আবারও বাঁ চোখে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগম।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দুজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। হার্নিয়ার চিকিৎসার জন্য ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার পুত্র একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)।
অপরদিকে পেটে ব্যথাজনিত কারণে ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল কাদিরের পুত্র জহিরুল (২২)। অপারেশনের আগে প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই দুজন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রোগী জহিরুলের স্বজন মোজাফফর জানান, ‘ নর কিউ ‘ নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দুজন তরতাজা যুবকের।
Leave a Reply