এডিবির হিসেবে সড়কে বছরে সাড়ে ৪১ হাজার কোটি টাকা আয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
  • 50 পাঠক

দিশারী ডেস্ক। ৩ ডিসেম্বর, ২০২৪

দেশে সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে বছরে প্রায় সাড়ে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। জ্বালানি তেল ও যানবাহন থেকে শুল্ক, কর ও নিবন্ধন ফি আদায় এবং টোল বাবদ আয় হয় এ অর্থ।

দেশে সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে বছরে প্রায় সাড়ে ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। জ্বালানি তেল ও যানবাহন থেকে শুল্ক, কর ও নিবন্ধন ফি আদায় এবং টোল বাবদ আয় হয় এ অর্থ। যদিও সড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় হয় তার মাত্র ২১ শতাংশ বা ৮ হাজার ৭৬০ কোটি টাকা। ফলে দেশের সড়ক নেটওয়ার্কের একটি বড় অংশই থেকে যাচ্ছে ভাঙাচোরা দশায়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বাংলাদেশে সড়ক থেকে সরকারের রাজস্ব আয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের এ তথ্য ওঠে এসেছে।

—————————————————————————————————————–

‘‌ রোড মেইনটেন্যান্স ফাইন্যান্সিং অ্যান্ড কস্ট রিকভারি অপশনস ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি বছর ১২টি খাতে আয় করে বাংলাদেশ সরকার। এর মধ্যে জ্বালানি তেলের কাস্টমস শুল্ক বাবদ বছরে আয় হয় ৬ হাজার ৫৫২ কোটি টাকা। অগ্রিম কর বাবদ ৩ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়। ১ হাজার ৩০৮ কোটি টাকা আসে অগ্রিম আয়কর বাবদ মূল্য সংযোজন কর থেকে আয় হয় আরো ১০ হাজার ৮১২ কোটি টাকা।

—————————————————————————————————————–

একইভাবে যানবাহনের কাস্টমস শুল্ক বাবদ আয় হয় ২ হাজার ৫৮০ কোটি টাকা। সম্পূরক শুল্ক থেকে আসে ৩ হাজার ৯২৪ কোটি টাকা। অন্যান্য যানবাহন আমদানি শুল্ক বা কর বাবদ ১ হাজার ৭০৪ কোটি টাকা আয় হয়। ৯৯৬ কোটি টাকা আয় হয় যানবাহন নিবন্ধন ফি বাবদ। মূল্য সংযোজন কর থেকে আয় হয় ২ হাজার ৬১৬ কোটি টাকা। অগ্রিম আয়কর বাবদ ২ হাজার ৭৬০ কোটি টাকা আয় হয়। সড়ক কর বাবদ আয় হয় ৩ হাজার ৩১২ কোটি টাকা। এর বাইরে টোল বাবদ আরো ১ হাজার ২৯৬ কোটি টাকা আয় হয়। সব মিলিয়ে সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি বছর প্রায় সাড়ে ৪১ হাজার কোটি টাকা আয় করে বাংলাদেশ সরকার।

রাষ্ট্রীয় কোষাগারে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব দেয়ার পরও সড়ক ব্যবহারকারীদের চলাচল করতে হচ্ছে ভাঙাচোরা সড়কে। বাংলাদেশে প্রায় চার লাখ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক, যার ৪৫ শতাংশ পাকা। আর এসব সড়ক রক্ষণাবেক্ষণে প্রতি বছর ২৬ হাজার ৭৯৬ কোটি টাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে এডিবির প্রতিবেদনে। যদিও এ খাতে সরকার বছরে ব্যয় করছে কেবল ৮ হাজার ৭৬০ কোটি টাকা, যা চাহিদার মাত্র ৩৩ শতাংশ।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সংস্থাটির আওতাভুক্ত জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের পরিমাণ প্রায় সাড়ে ২২ হাজার কিলোমিটার। অন্যদিকে দেশের পাকা সড়ক নেটওয়ার্কের সিংহভাগ অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ১ লাখ ৬১ হাজার কিলোমিটারের বেশি পাকা সড়ক রয়েছে সংস্থাটির আওতাধীন। এলজিইডি মূলত উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে।

জানা গেছে, সড়ক রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর একটি চাহিদা প্রতিবেদন তৈরি করে সওজ। এর আলোকে বরাদ্দের জন্য প্রস্তাব করে সংস্থাটি। প্রয়োজনের বিপরীতে রক্ষণাবেক্ষণ খাতে প্রাপ্ত বরাদ্দের বিষয়ে জানতে চাইলে সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, চাহিদার তুলনায় প্রাপ্ত বরাদ্দ কম থাকেই।

তবে এজন্য খুব যে চ্যালেঞ্জ তৈরি হয়, বিষয়টি তেমন নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অপ্রতুল বরাদ্দ সমস্যাও তৈরি করে। অনেক সময় বাস্তবায়ন করতে না পারার কারণে রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দকৃত অর্থ ফেরত দেয়ার মতো ঘটনাও ঘটে।’

তিনি বলেন, আমরা চাই সব রাস্তা খুব ভালো মানের থাকুক। সেটা করতে গেলে রক্ষণাবেক্ষণ চাহিদা অনেক বেশি হবে। এখন আমরা যেটা করি, তা হলো প্রয়োজন অনুযায়ী কিছু রাস্তা ভালো অবস্থায় রাখি। কিছু রাস্তা চলনসই অবস্থায় রাখি।’

চাহিদার তুলনায় রক্ষণাবেক্ষণে বরাদ্দ কম হওয়ার কারণে দেশের সড়ক নেটওয়ার্কের উল্লেখযোগ্য অংশ বছরের বেশির ভাগ সময় ভাঙাচোরা অবস্থায় থাকে। যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সড়ক রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়ার অন্যতম কারণ হলো সময়ের কাজ সময়ে করতে না পারা।

———————————————————————————————————

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক বলেন, টাকার অভাবে আমরা সময়মতো রাস্তা মেরামত করতে পারি না। এ সময়ে রাস্তা আরো বেহাল অবস্থায় চলে যায়। ফলে রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়তে থাকে চক্রাকারে।’

———————————————————————————————————

কার্যকর সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল গড়ে তুলে সমস্যাটির টেকসই সমাধান সম্ভব উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, ‘‌সরকার সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে নানাভাবে বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। এ রাজস্বের একটি উল্লেখযোগ্য অংশ সড়ক রক্ষণাবেক্ষণ তহবিলে রাখতে পারলে সেই অর্থ দিয়ে সহজেই সময়মতো রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো করে নেয়া যায়। বিষয়টি খুব জটিল কিছু নয়। দরকার শুধু সদিচ্ছা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!