বৃহষ্পতিবার সহধর্মীনিসহ ৪০ মিনিট কোথায় ছিলেন সেনাপ্রধান ?

  • আপডেট সময় শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
  • 78 পাঠক

দিশারী ডেস্ক। ৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সাড়ে ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) প্রবেশ করেন ওয়াকার-উজ-জামান। সেনা প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় ৪০ মিনিট তারা ফিরোজায় অবস্থান করেন।

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করেছেন সেনাপ্রধান।

চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগে আমলে দুই বছরের বেশি সময় কারাভোগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২০ সালের ২৫ মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দেয়া হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!