২০২৫ এ গরম পড়বে বেশি

  • আপডেট সময় শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
  • 61 পাঠক

দিশারী ডেস্ক। ৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।

দেড় লাখ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি গরম পড়েছিল ২০২৩ সালে। সেই রেকর্ড ভেঙে যায় পরের বছর অর্থাৎ গত বছর। চলতি বছর সেই রেকর্ডও ভেঙে যাবে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া দপ্তর। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের কার্যকলাপ না বদলাতে পারলে সমস্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

———————————————————————————————————————

সতর্ক করল বিশ্ব আবহাওয়া দপ্তর

———————————————————————————————————————

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি নিশ্চিত, বিশ্ব এই দশকের মতো উষ্ণতা এর আগে কখনো দেখেনি। বিশ্বের উষ্ণতম ১০টি বছরের প্রতিটি চলতি দশকের। যত দিন যাচ্ছে, জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এ ঘটনা অত্যন্ত উদ্বেগের। কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে না কমাতে পারলে এর হাত থেকে নিস্তার নেই।

জাতিসংঘের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০২৪ সাল উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়েছে। কিন্তু ২০২৫ সালে তার চেয়েও বেশি গরম পড়তে চলেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, মানুষের কার্যকলাপ বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া না হলে বিপর্যয় এড়ানো সম্ভব হবে না। গ্রিনহাউস গ্যাস নিঃসরণও রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে। ফলে ভবিষ্যতে বিশ্বজুড়ে উষ্ণতা বাড়বে। মানুষের কার্যকলাপের জন্যই এক দশক ধরে অতীতের চেয়ে অনেক বেশি গরম বেড়ে গেছে। অত্যধিক গরমের ঝুঁকি এড়ানোর জন্য আন্তর্জাতিক স্তরে আরও সহযোগিতা দরকার। বিশ্বের উষ্ণতা বাড়ছে। অত্যধিক গরম এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় জাতিসংঘ আবহাওয়া দপ্তরের মহাসচিব সেলেস্তে সাউলো জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেমন বিশ্বজুড়ে প্রভাব পড়ছে, তেমনই ঝুঁকিও বাড়ছে।

ভয়েস অব আমেরিকা

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!