দিশারী ডেস্ক। ১৫ জানুয়ারি,২০২৫
নোয়াখালী অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষের ভেতরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় একটি আলমেরির তালা ভাঙা এবং আরেকটি খোলা পাওয়া যায় বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে (১৫ জানুয়ারী) মঙ্গলবার ভোররাতে।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জহিরুল হক পন্ডিত (৪৮) নামে কলেজের নৈশ প্রহরীকে আটক করেছে।
অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শেখ শফিকুর রহমান জানান, তিনি আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা চলে যান। বুধবার সকালে স্কুল থেকে তাকে জানানো হয় তার কক্ষের জানালার গ্রীল কেটে অধ্যক্ষের রুমে চোর ঢুকেছে। তিনি ঢাকা থাকায় কি কি চুরি হয়েছে তা সঠিকভাবে বলতে পারছেন না। তবে কিছু কাগজপত্র হারানো যেতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন সুমন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। চোর কোনভাবেই বাইরে থেকে গ্রিল কাটতে পারেনি । ভেতর থেকে কেউ গ্রিল কেটেছে বলে তিনি ধারনা করেন। তিনি বলেন, গ্রিল কাটার রডগুলো ভেতরে পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক বলে তিনি জানান।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কলেজের নৈশ পন্ডিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অবশ্য বিদ্যালয়ের অধ্যক্ষের প্রয়োজনীয় প্রায় চাবিই তাঁর কাছে ছিল বলে জানা যায়। এছাড়া ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে বলে জানান স্থানীয়রা।
তাছাড়া গত ক’দিন আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়ের করা এক রিটে মাননীয় উচ্চ আদালত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে আদেশ দিয়েছেন বলে গেছে।
Leave a Reply