বাংলাদেশের কোন নায়িকার পারিশ্রমিক কত ?

  • আপডেট সময় বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 4 পাঠক

দিশারী ডেস্ক। ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।

কারও সম্মানী ৩ থেকে ৫ লাখ, কারও আবার ছবিপ্রতি ১০ থেকে ১৫ লাখ। ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাত নেই। নতুনদের মধ্যে কারও পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লাখ টাকা সম্মানী।

আবার একসময় কারও সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।

অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই। তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চাইছেন না।

আমজাদ হোসেনের ‘ কাল সকালে ’ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু।

ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে প্রায় শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তাঁর নায়ক শাকিব খান।

অপু বিশ্বাস

জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তাঁর চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এই ছবিতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে। এরপর তাঁর আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি।

তমা মির্জা
তমা মির্জা কবির হোসেনতমা মির্জা
চলচ্চিত্রে তমা মির্জা এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। তাঁর অভিনীত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র ২০২৩ সালে সুপারহিট তকমা পায়। এমনকি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিতও হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমানতালে কাজ করছেন।

গেল বছর কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজেও কাজ করেছেন। আগামী ঈদে এই চিত্রনায়িকার ‘দাগি’ ছবিটি মুক্তি পাবে। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘আমলনামা’।

খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা এখন ছবিপ্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবিভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচ করতেন তমা মির্জা। দেড় দশক আগে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে।

এম বি মানিক পরিচালিত ‘ বলো না তুমি আমার ’ সিনেমায় তমা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন তিন লাখ টাকা। গেল দেড় দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তাঁর ব্যস্ততা বেড়েছে।

শবনম বুবলী
শবনম বুবলী

পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা। পরে এসে থিতু হন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, ইতিমধ্যে পার করেছেন আট বছর। এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা।

জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা; প্রযোজক-পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তাঁর একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে মুক্তির কথা রয়েছে ‘জংলি’ ছবিটির। সর্বশেষ শুটিং করেছেন ‘পিনিক’ নামের একটি চলচ্চিত্রের। প্রস্তাব পেয়েছিলেন ‘গোলাপ’ চলচ্চিত্রেরও।

তবে সম্মানীর বনিবনা না হওয়ায় ছবিটিতে কাজ করা হয়নি তাঁর। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে।

বিদ্যা সিনহা মিম।

বিদ্যা সিনহা মিম

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তাঁর পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা সম্মানীও পেয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি মিম চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছবিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যায়ে এসে মিম এখন অভিনয়প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন।

‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’সহ সাম্প্রতিক কালের কাজগুলোয় নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চাইছেন মিম নিজেই। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভাবনা তাঁর ছিল না। তাঁর অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিটি মুক্তি অপেক্ষায়।

এদিকে নতুন কয়েকটি ছবিতেও অভিনয়ের ব্যপারে কথাবার্তা চলছে। মিম যেসব প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠা–নামাও করে।

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার ‘আশিকী’। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে।

নির্দিষ্ট করে সম্মানীর পরিমাণ জানা না গেলেও, বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ‘আশিকী’ ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। এরপর ছবিতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে ‘বঙ্গবন্ধু’, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

এক বছরের বেশি সময় ধরে তাঁকে নতুন কোনো ছবির চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায়, তিনি ‘জ্বিন থ্রি’ নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা।

পূজা চেরী

পূজা চেরী

মাত্র সাত বছরের অভিনয়জীবনে পূজা চেরী অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। এখন কাজ করছেন ‘টগর’ নামের একটি চলচ্চিত্রে। বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরীর। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

সাত বছর আগে নায়িকা হিসেবে তাঁর সিনেমায় যাত্রা শুরু। প্রথম ছবি ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় ছবি ‘পোড়ামন ২’ দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে অভিনয় করেন ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়।

‘গলুই’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি ‘নূরজাহান’ ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল তিন লাখের মতো। পূজা এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকায়ও কাজ করেন। কখনো আবার ছবিপ্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা।

দীঘি

দীঘি

শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রুপালি পর্দায় নিয়মিত ছিলেন ‘চাচ্চু’-খ্যাত দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। তাও আবার একই দিনে দুটি ছবি মুক্তি পায়। একই দিনে দুটি ছবি মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বিরল ঘটনা। বড় পর্দায় নায়িকা হিসেবে দীঘির মুক্তি পাওয়া ছবির মধ্যে আছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’।

নায়িকা হিসেবে দীঘি তাঁর প্রথম দিককার ছবি ‘তুমি আছো তুমি নেই’তে সম্মানী নিয়েছিলেন তিন লাখ টাকা। শিশুশিল্পী হিসেবে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করতেন তিনি। এখন পুরোদস্তুর নায়িকা। সামনের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাঁকে।

জানা গেছে এই ছবিতে দীঘির সম্মানীর অঙ্ক ছিল ৪ থেকে ৫ লাখের মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দীঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন।

খবর : অন্য দৈনিক।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!