দশ বছরে শিশুশ্রমিক বেড়েছে ৮৬ হাজার

  • আপডেট সময় বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩
  • 114 পাঠক

দিশারী ডেস্ক। ২০ জুলাই, ২০২৩।

শিশুশ্রম নিরসনে সরকারের নানা উদ্যোগের মধ্যেও গত এক দশকে দেশের শিশুশ্রমিকের সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। এক দশকের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার জন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল চাইল্ড লেভার সার্ভে-২০২২ এ প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা তিন কোটি ৯৯ লাখ ৬৪ হাজার জন, এর মধ্যে শ্রমজীবী শিশু ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। যা এই বয়সী মোট শিশুর ৮ দশমিক ৯ শতাংশ। এর আগে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে শ্রমজীবী শিশু ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন। সে হিসাবে ১০ বছরের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমিক নিয়োজিত আছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ১০ বছর আগের যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. মতিয়ার রহমান।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!