নোয়াখালীর বাজারে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার

  • আপডেট সময় সোমবার, অক্টোবর ২, ২০২৩
  • 254 পাঠক

দিশারী ডেস্ক। ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ।

দামের কোন স্থিতিশীলতা নেই।চলছে রীতিমতো তামসা যেন। কিছুটা কমতে না কমতে ফের বাড়িয়ে দেয়া হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও।

সোমবার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এ দাম ঘোষণা করে কমিশন। এই দাম আজ সন্ধ্যে ৬টা থেকে কার্যকর হবে। তবে এ খবর প্রচারিত হওয়া মাত্র নোয়াখালীর বিভিন্ন পথে প্রান্তরে, হাট বাজারে প্রতিটি এলপিজি সিলিন্ডার বিক্রয় হচ্ছে কমপক্ষে ১৫০০ টাকা দরে।

এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আগস্ট মাসে দাম ছিল ১১৪০ টাকা। জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!