ড. ইউনুসের কাছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চান ?

  • আপডেট সময় মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
  • 30 পাঠক

দিশারী ডেস্ক। ১৭ ডিসেম্বর, ২০২৪

যেকোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন আয়োজনে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

তবে জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

———————————————————————————-

জাতীয় নির্বাচনে প্রস্তুত ইসি

———————————————————————————

নির্বাচন কমিশন গঠনের পরদিন থেকে জাতীয় নির্বাচনের জন্য কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

আসনের সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। তিনি বলেন, অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়। কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত কোনো সীমানা পুনঃনির্ধারণ হয়ে থাকে, আমরা সেটা অবশ্যই দেখব।

তবে নির্বাচনের আগে সংশোধন ও সংযোজনের মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কাজ নির্বাচনের আয়োজন করা।

তবে দেশের সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রকামী মানুষ রাষ্ট্রব্যবস্থায় সরকারের সততার প্রশ্নে দুদকে আরো কার্যকর, স্বচ্ছ, সবাক ও প্রাণবন্ত করার দাবি জানান। একইসঙ্গে, তারা চান দ্রুত একটি জাতীয় নির্বাচন। যে কারণে তারা নির্বাচন নিয়ে সরকারের অহেতুক অস্পষ্টতাকে কালক্ষেপন তথা দুরভিসন্ধি বলেই মনে করেন। তাছাড়া তারা মনে করেন, দেশের যে কোন সমস্যার তরিৎ সমাধানও কোন রাজনৈতিক সরকার বিনে কোন অনিবার্য সরকারের পক্ষে সমাধান সম্ভব নয়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!