দিশারী ডেস্ক
————-
দুর্নীতির অভিযোগ প্রমাণের আগেই পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। তার পদে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সলেনবার্গের নাম প্রস্তাব করেছেন তিনি।
তার রক্ষণশীল ওভিপি পিপলস পার্টর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্থানে ঘেরাও করে অভিযান চালানোর পর তিনি ও অন্য ৯ জনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন তিনি।
অভিযোগ আছে, সরকারি অর্থ ব্যবহার করে তিনি নিজেদের পক্ষে ইতিবাচক প্রচারণা চালানো নিশ্চিত করেছিলেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সেবাস্তিয়ান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অভিযোগ উঠার পর এ সপ্তাহে খাদের কিনারে চলে যায় অস্ট্রিয়ার জোট সরকার।
গ্রিন দল থেকে বলা হয়, সেবাস্তিয়ান চ্যান্সেলর পদের যোগ্য নন আর। এ নিয়ে তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেয়। তার ফলে আগামী সপ্তাহে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা তাদের।
Leave a Reply