কানের ব্যথায় আরাম পেতে

  • আপডেট সময় মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩
  • 179 পাঠক

দিশারী ডেস্ক

————-

হঠাৎ করে কানে ব্যথা শুরু হলে বিপদে পড়তে হয়। কানে ব্যথা কমাতে হলে আগে সংক্রমণ কমাতে হবে। তখন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তার আগে প্রচণ্ড যন্ত্রণা কমিয়ে একটু স্বস্তি পেতে দেখতে পারেন কিছু ঘরোয়া উপায়।

গরম সেঁক : কানে গরম সেঁক নিলে প্রবল ব্যথাতে আরাম পাওয়া যায়। কান থেকে পুঁজ বেরোতে দেখলে গরম সেঁক নিন। তাতে কানের ভেতরে জমে থাকা পুঁজ বেরিয়ে যাবে, ব্যথার বোধও কম হবে।

কান শুকনো রাখুন : স্নানের সময় কানে যেন কোনো রকম জল ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতেই হবে। স্নান করতে যাওয়ার আগে কানে পেট্রোলিয়াম জেলি মাখানো তুলো গুঁজে নিন।

কান খোঁচাবেন না : কানে ব্যথা হলে আমাদের প্রথম প্রবণতাই হয় খোঁচাখুঁচি করার। তাতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কানে কোনো রকম ইয়ারবাড, দেশলাই কাঠি, সেফটিপিন জাতীয় জিনিস ঢোকাবেন না, তাতে সমস্যা আরও জটিল হতে বাধ্য।

রসুনের তেল : অল্প অলিভ অয়েলে এক কোয়া রসুন অল্প থেঁতলে গরম করুন। তেল গরম হলে ছেঁকে নিয়ে তা সংক্রমিত কানে দু-তিন ফোঁটা দিন। বার কয়েক এমন করলে একটু আরাম পাবেন।

নিমের রস : নিম পাতা ভালো করে ধুয়ে থেঁতলে নিন। নিম পাতার এই রসটা কানে দিতে পারেন। অথবা নিমের তেলে তুলো ভিজিয়ে নিংড়ে কানে কয়েক মিনিট দিয়ে রাখুন। নিমে ব্যথা কমানোর গুণ রয়েছে, যা কান ব্যথাতেও ফল দেয়।

পরামর্শ : ব্যথা সাময়িক কমে গেলেও অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!