ঘুষ ছাড়া ছাড় নেই

  • আপডেট সময় সোমবার, নভেম্বর ২৭, ২০২৩
  • 85 পাঠক

————————————————————————

নোয়াখালী খাদ্য অধিদপ্তর

———————————————————————–
নিজস্ব প্রতিনিধি । ২৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ।

নোয়াখালী জেলা খাদ্য অধিদপ্তর একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অভিযোগ ওঠেছে। কতেক জনপ্রতিনিধি অভিযোগ করেন, এখানে টাকা ছাড়া সরকারী কোন প্রকল্পের বরাদ্ধই নেয়া যায়না।

তারা বলেন, এখানে বড় কর্মকর্তা হতে শুরু করে প্রতিটি টেবিলে ঘুষ দিয়ে সরকারী বরাদ্ধ নিতে হয়। তারা অভিযোগ করেন, এখানে প্রায় কর্মকর্তাই চেয়ে থাকে জনপ্রতিনিধিদের পকেটের দিকে।

এক ইউপি চেয়ারম্যান বলেন, এ দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এমন ভাব দেখান যেন তিনি জনপ্রতিনিধিদের প্রতি দয়া দেখাচ্ছেন। অথচ, এগুলো এলাকার সাধারণ মানুষের জন্যে সরকারী বরাদ্ধ মাত্র। এসব অসাধু কর্মকর্তা, কর্মচারীদের এমন কর্মধারায় সরকারের ভাবমূর্তি দারুনভাবে বিনষ্ট হচ্ছে বলেও জানান ওই জনপ্রতিনিধি ।

অন্য একজন ইউপি চেয়ারম্যান বলেন, এ দপ্তরে ঘুষ ছাড়া কোন ফাইলই নড়েনা। এটা অনেকটা প্রকাশ্যে হলেও নিয়ন্ত্রণের কেহ নেই বলেও দাবি তাঁর।

একই অভযোগ করেন, টিসিবির পণ্যধারী কতেক ডিলারও। তারা বলেন, এখানে কমপক্ষে দশ লাখ টাকা খাটিয়ে মাত্র ১০ হাজার টাকা আয় করা বড় দায়। বলেন, খাদ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের কারণে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অবশ্য এখানকার দায়িত্বশীল জেলা কর্মকর্তা বলেন, তিনি যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। এসব অভিযোগের বিষয়ে এখনো তেমন কিছুই জানা নেই বলে জানান তিনি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!