দিশারী ডেস্ক। ২৪ অক্টোবর, ২০২৪
উৎসবমুখর পরিবেশে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি সান। ২৪ অক্টোবর, বৃহষ্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ১৪ বছর ধরে সত্য ও নিরপেক্ষভাবে জাতির কাছে খবর পৌঁছে দিচ্ছে ডেইলি সান। নতুন বাংলাদেশে ডেইলি সান ডিজিটালভাবে আরও সক্রিয় হচ্ছে। যাতে দ্রুত সময়ের মধ্যে মানুষের কাছে পূর্ণাঙ্গ খবর পৌঁছানো যায়।
পাঠকদের অভিজ্ঞতা বাড়াতে ডেইলি সান বিভিন্ন ভাষায় নিউজ প্ল্যাটফরম চালু করতে যাচ্ছে। এ বিষয়ে আমরা বিদেশি কূটনীতিকদের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম বলেন, ডেইলি সান শুধু সংবাদ পরিবেশনকারী নয়, বরং সত্য এবং ন্যায়ের পক্ষের সক্রিয় অংশীদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বিরাক্কডি, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র, আলজেরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি, মরক্কোর উপ-রাষ্ট্রদূত, নেপালের উপ-রাষ্ট্রদূত, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলানিউজ২৪ এর সম্পাদক জুয়েল মাজহার প্রমুখ।
Leave a Reply