দিশারী ডেস্ক। ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর দু’টি বাসায় অগ্নিসংযোগ করেছে কিছু ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ২টার দিকে হাতিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের এমপির পোল সংলগ্ন বাসায় এ অগ্নিসংযোগ করা হয়। এছাড়া হাতিয়ার ব্রীকফিল্ড এলাকায় অপর একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ভাষণকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় হাতিয়ায়ও বিক্ষোভ করেছে তারা । পরে তারা মোহাম্মদ আলীর বাসায় অগ্নিসংযোগ করেন। এ সময় তারা হান্নানের নামে জয়জয়কার করে বিভিন্ন স্লোগান দেন।
এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে একদল মানুষ ওছখালী বাজারে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মোহাম্মদ আলীর বাসভবনে হামলা করে। এ সময় তারা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ব্রিকফিল্ড এলাকায় অপর একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও হাতিয়া নলচিরা ঘাটে স্পিডবোর্ড বার আউলিয়া নামের ফেরিগুলোতেও আগুন লাগানোর অভিযোগ করে স্থানীয়রা।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি একেএক আজমল হুদা জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
——————————————————————————————————————————————————
এদিকে এমন ঘটনাতে নিন্দা জানিয়ে হাতিয়াবাসীর অনেকে জানান, মোহাম্মদ আলী এক সুদীর্ঘকাল ধরেই রাজনীতি করছেন। গণমানুষের ভালবাসায় তিনি একাধিকবার স্বতন্ত্র সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। তাঁর মরহুম নানা মাওলানা আবুল হাসনাত আবদুল হাই পাকিস্তান জাতীয় পরিষেদের স্পীকার ছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতি করা মোহাম্মদ আলীর নেশায় হাতিয়ার কেহ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা নেই। কোন ব্যক্তি কারো সাথে ব্যক্তিগত দ্বন্ধে জড়িয়ে মোহাম্মদ আলীর নাম ব্যবহার করলে তার দায়ভার নিশ্চয় তাঁর নয়। তারা এমন ঘটনাকে রাজনীতি নয় বরং একটি প্রকাশ্যে ও পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ বলে উল্লেখ করেন।
————————————————————————————————————————————————–
তারা আরো বলেন, মোহাম্মদ আলী দেশের প্রচলিত আইন আদালতের ওপর আস্থা রেখে জেল-হাজতে নিজেকে নিজেই সোপর্দ করেছেন। এ অবস্থায় এমন একজন জ্যেষ্ঠ নাগরিকের জানমালের এমন ক্ষতিসাধন শুধু অমানবিক নয়, নিতান্তই একটি জঘন্য অপরাধও। যা কোন সভ্য সাধারণ মানুষের কাম্য হতে পারেনা।
Leave a Reply