পিটার হাস এবার সত্যিই কক্সবাজারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ পাঠক

দিশারী ডেস্ক।। ৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবার সত্যি সত্যি কক্সবাজারে এসেছেন। তিনি কক্সবাজার পৌঁছেই দ্বীপ উপজেলা মহেশখালীর দিকে রওনা হন। তিনি সকাল ১১টায় মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান।

পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে ২য় বারের মত মহেশখালী পরিদর্শন করেন তিনি। পিটার হাস এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এসময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন ওঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!