নোয়াখালী : মেঘনার নতুন চরে ম্যানগ্রোভের চারা রোপন

  • আপডেট সময় শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২
  • 358 পাঠক

নিজস্ব প্রতিনিধি

—————
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় নতুন জেগে ওঠা চরে কেওড়া গাছের চারা রোপন করে নোয়াখালী বন বিভাগ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়ার নলচিরা থেকে উত্তর পূর্বদিকে মেঘনা নদীর মোহনায় নতুন জেগে ওঠা পলি মাটির বিশাল চরে কেওড়া গাছের চারা রোপন করেন উপ-প্রধান বন সংরক্ষক এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

নতুন এ চরে ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২২ লাখ ২০ হাজার কেওরা গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, লক্ষীপুর জেলার সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী, হাতিয়ার নলচিরা রেঞ্জ কর্মকর্তা রইচ উদ্দিন, হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান।

সুফল পরিচালক গোবিন্দ রায বলেন, এ ম্যানগ্রোভ বাগানটি ভবিষ্যতে উপকূলীয় সবুজ বেস্টনী হিসেবে কাজ করে প্রলয়ংকরী ঘূর্ণীঝড় ও জলোচ্ছাস হতে উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষা এবং বাংলাদেশের ভূমি বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র সমৃদ্ধ করবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!