নিজস্ব প্রতিনিধি
———–
নোয়াখালী সদরের চর উরিয়া বীজাগারে বেহালদশা বিরাজ করছে । উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বীজাগার ও কৃষিভিক্তিক পরামর্শ কেন্দ্রের মধ্যে নোয়াখালী সদরের চর উরিয়া বীজাগারটি স্থাপিত হয়।
কিন্তু কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে বীজাগারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এর অস্তিত্ব চলছে খুঁড়িয়ে-খুঁড়িয়ে। এ কারণে মাঠ পর্যায়ে কৃষকেরা এ বীজাগার থেকে কোন ধরনের সুফল পান বলে জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ বাস্তবায়নের পরপর এ বীজাগারের জমি ও ভবন নির্মাণ হয়। এসব ভবনে কার্যক্রম না চলার কারণে ধীরে ধীরে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ে।
এদিকে বর্তমানে বীজাগারটিতে নেই কোন বসার উপযুক্ত পরিবেশ। কোনটির পলেস্তরা খসে পড়েছে। কোনটির দরজা-জানালা ভাঙ্গা। আবার কোনটা মাসের পর মাস এমনকি বছর তালা ঝুলানো অবস্থায় পড়ে রয়েছে। অনেক স্থানের দেয়ালের ইটও চুরি হয়ে গেছে।
স্থানীয় কৃষক আবদুল হক বলেন, এই আফিসটা সারাবছর বন্ধ থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষের নজরে ভবনগুলোর সংস্কারের বিষয় জানানো হয়েছে। তবে বিভিন্ন কৃষিবীজ বপন ও ফলনের ধারা সারা বছরই অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
Leave a Reply