সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী

  • আপডেট সময় সোমবার, জুলাই ১২, ২০২১
  • 611 পাঠক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে সদর হাসপাতালের তত্বাবধায়কের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, আকাশ মো. জসিম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আবদুর রহিম বাবুল, সুমন ভৌমিক, দ্বীপ আজাদ, জাহাঙ্গীর আলম, মাওলা সুজন, ফয়জুল ইসলাম জাহান, মুলতানুর রহমান মান্না, আবদুল মোতালেব, সাজ্জাদ হোসেন, নুর রহমান, দিদারুল আলম, আসাদুজ্জামান কাজল,  আলা উদ্দিন শিবলু, মোজাম্মেল হোসেন, আবুল হাসান রুনু, জুয়েল রানা লিটন, আ স ম হোসাইন উদ্দিন, মো. সোহেল, মিজানুর রহমান রিয়াদ, ইমাম উদ্দিন আজাদ, মো. ইদ্রিস মিয়া, আবদুল বাসেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় সাংবাদিকেরা ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবী জানান।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!