নিজস্ব প্রতিনিধি
—————
নোয়াখালী বেগমগঞ্জের একলাশপুরে হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার একলাশপুর হাফেজ মমতাজুল করিম মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন এম এ. মো. নুর নবী বাহার, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম চুন্নু , মোহাম্মদ আলী, নাজমুল হাসান বাবু, সাধারণ সম্পাদক ড. মো. মহিনুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহিম, কোষাধ্যক্ষ খুরশিদ আলম, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. আলমগীর, সহ-সম্পাদক ফয়েজ আহমদ প্রমূখ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. ইশবাল হোসেন বাবু বলেন, হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় এ ফাউন্ডেশনের। গরীব অসহায় হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থী ও সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়াবে এ ফাউন্ডেশন। আধুনিক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবে ফাউন্ডেশন। একলাশপুরকে মাদকমুক্ত একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করতে এ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সকল কল্যাণকর ও মহৎ কাজের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ, হাফেজ মমতাজুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সেবামুলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সেগুলো হলো দাতব্য চিকিৎসালয়, মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃদ্ধাশ্রম, গরীব মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গঠন।
Leave a Reply