যুক্তরাষ্ট্র বিচার বিভাগ : অনুসন্ধানী সাংবাদিকতায় হস্তক্ষেপ না করার ঘোষণা

  • আপডেট সময় সোমবার, জুন ৭, ২০২১
  • 638 পাঠক

ফারজানা শিল্পী, যুক্তরাষ্ট্র

————————-

নথি ফাঁস সম্পর্কিত তদন্তের ক্ষেত্রে তথ্যের উৎস জানতে কোনো সাংবাদিকের ব্যক্তিগত ইমেইল বা ফোন রেকর্ড জব্দ বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বিচার বিভাগ।

দেশটিতে সাংবাদিকদের তথ্যের সূত্র বা উৎস জানার জন্য চাপ প্রয়োগের ঘটনা বৃদ্ধির কারণেই এমন পরিবর্তন এসেছে।

এ নিয়ে মার্কিন বিচার বিভাগের জনসংযোগ বিভাগের পরিচালক অ্যান্থনি কোলি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগ তার দীর্ঘদিনের চর্চায় পরিববর্তন আনছে।

ফাঁস হওয়া তদন্তের বিষয়ে সূত্রের বিস্তারিত জানতে সংবাদকর্মীদের আইনি বাধ্যবাধকতা মুখোমুখি করা বন্ধ হবে। এ খবর দিয়েছে সিএনএন।

এর আগে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের আইনজীবী ডেভিড ম্যাক্র জানান, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনও তাদের চারজন রিপোর্টারের  ইমেইলের তথ্য চেয়েছিল।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিচার বিভাগ গোপনে সিএনএন এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকদের ইমেইল ও ফোন নম্বর পাওয়ার চেষ্টা করেছে- সম্প্রতি এমন বেশ কিছু তথ্য প্রকাশ পায়।

এ নিয়ে আইনজীবী ডেভিড ম্যাক্র জানিয়েছেন, পত্রিকাটির শীর্ষ কয়েকজন নির্বাহীর কাছে এ বছরের শুরুতে প্রতিবেদকদের ইমেইলের তথ্য চাইলেও এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করেছিল বাইডেন প্রশাসন।

ফলে বার্তা কক্ষ বা পত্রিকার নির্বাহী সম্পাদককে তারা বিষয়টি জানাতে পারেননি।

শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, অপরাধের তদন্তের ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীন, ফলে শুক্রবার রাতের আগ পর্যন্ত হোয়াইট হাউসের কেউ এ ধরনের তৎপরতার বিষয়ে জানত না।

ফাঁস হওয়া নথির তদন্তের বিষয়ে রিপোর্টারদের তথ্য চেয়ে সমন জারির বিষয়টি প্রেসিডেন্টের দিক নির্দেশনার সঙ্গে যায় না এবং বিচার বিভাগ এটা নিশ্চিত করেছে এ বিষয়ে তারা আর সামনে বাড়বে না।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!