দিশারী ডেস্ক
————
প্রতিদিন অসংখ্য মানুষ দাঁতে ব্যথার সমস্যায় ভোগেন। খাওয়া তো দূরের কথা, কথা বলাও যাচ্ছে না। হাতের কাছেই কয়েকটা ঘরোয়া উপায় ব্যবহার করে দাঁতের যন্ত্রণার সমাধান করা যেতে পারে।
আলু : আমার আপনার রান্নাঘর আলো করে থাকা সাধের আলু হতে পারে আপনার দাঁতের সমস্যায় দারুণ কার্যকর। আলু কেটে দাঁতে লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে। কমেছে ব্যথা।
পেয়ারা পাতা : এ সমস্যা কমাতে চাইলে পেয়ারা পাতা হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। এ ক্ষেত্রে পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এ ছাড়া ব্যথা কমাতেও এই পাতার জুড়ি মেলা ভার। তাই দাঁতে ব্যথা হলে অবশ্যই পেয়ারা পাতা মুখে রাখুন। তাহলেই ভালো থাকবেন।
কাঁচা রসুন : যেকোনো ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে। তাই দাঁতের ব্যথা কমাতে চাইলেও আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন। দেখবেন দারুণ কাজ হয়েছে।
পরামর্শ : এই ঘরোয়া উপায় কাজ না করলে আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
লবঙ্গ : লবঙ্গের মধ্যে রয়েছে দারুণ কিছু ব্যথা নিবারণকারী উপাদান। তাই দাঁতের যন্ত্রণায় লবঙ্গ ব্যবহারে কাজ হয়। এ ক্ষেত্রে লবঙ্গ তেল ওই ব্যথা জায়গায় লাগাতে পারেন। দেখবেন ফল মিলেছে হাতেনাতে।
শর্ষের তেল : দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন শর্ষের তেল।
Leave a Reply