ধর্মপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
  • 179 পাঠক

দিশারী ডেস্ক। ৯ নভেম্বর, ২০২৪

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের হাফেজিয়া নগর শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

৮ নভেম্বর, শুক্রবার, বিকেলে এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এডভোকেট আমির হোসাইন আমির, প্রধান উপদেষ্টা দৈনিক দিশারী’র সম্পাদক ও প্রকাশক এবং ডেইলী সানের নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিম এবং অন্যতম উপদেষ্টা দৈনিক নয়াপৃথিবী’র সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিনকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে হাফেজিয়া নগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি পদে মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. নুুরনবী, যুগ্ম সাধারণ সম্পাদক নবির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. বাহার উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

এ মিলনায়তনে শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন পর্যায়ের ভক্তরা অংশ গ্রহণ করেন। তারা এ সংসদটি এলাকায় দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন।
এলাকায় দোকান-পাটে বসে দলীয় আলোপ আলোচনার একপর্যায়ে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে মন্তব্য করেন অংশীজনেরা। যে কারণে শহীদ জিয়া স্মৃতি সংসদের এ কার্যালয়ে বসে নিজেরাই দলীয় বিষয়াদী নিয়ে আলোপ আলোচনায় অংশ নিলে সমাজে কোন ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি হয়না বলে মন্তব্য করেন প্রধান পৃষ্ঠপোষকসহ উপদেষ্টারা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!