স্ত্রী তার মৃত স্বামীকে গোসল দিতে পারবেন ?

  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৪ পাঠক

দিশারী ডেস্ক।। ২৫ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

প্রশ্ন : আমার স্বামী মৃত্যুশয্যায় শায়িত। আমি সবসময় তার খেদমতে নিয়োজিত। এখন আমার একান্ত ইচ্ছা, তার ইন্তিকালের পর তাকে নিজ হাতে গোসল দেব। আমি জানতে চাই, আমার জন্য এটা জায়েজ হবে কি ?

জনৈক প্রশ্নকর্তা ।

উত্তর : হ্যাঁ, আপনার মৃত স্বামীকে আপনি গোসল দিতে পারবেন। বিশুদ্ধ বর্ণনায় এসেছে যে, হযরত আবু বকর (রা.)-এর ইন্তিকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল দিয়েছিলেন।

(মুআত্তা মালিক, পৃ: ১৭৯); সুনানে আবু দাউদ ৪/৩০, হাদীস : ৩১৩৩; শরহু মুখতাসারিত তহাবী ২/২০৪; বাদায়েউস সানায়ে ২/৩৩; আলমাবসূত সারাখসী ২/৬৯; আলবাহরুর রায়েক ২/১৭৪; রদ্দুল মুহতার ২/১৯৮)

উৎস : আলকাউসার, সেপ্টেম্বর ২০১২।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!