ধর্ষণে ভুক্তভোগী অধিকাংশই কম বয়সি

  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৭ পাঠক

দিশারী ডেস্ক।। ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিয়ের মতো নির্যাতনের শিকার বেশি হচ্ছে ১৮ বছরের কম বয়সি মেয়ে শিশুরা। ২০২৩ সালে ২ হাজার ৯৩৭টি, ২০২৪ সালে ২ হাজার ৫২৫টি এবং চলতি বছরের ৬ মাসে ১ হাজার ৫৫৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

নারী ও শিশু নির্যাতনের মধ্যে কিছু অপরাধের ঘটনা গত বছর যা ছিল এবার প্রথম ছয় মাসেই সেই সংখ্যার কাছাকাছি। আবার কোনো ক্ষেত্রে তা ছাড়িয়ে গেছে। এ বছরের প্রথম ছয় মাসেই ধর্ষণের ঘটনা সংখ্যাগত দিক দিয়ে গত বছরের প্রায় সমান। আবার যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ, বাল্যবিয়ে এবং যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা গত বছরের চেয়ে চলতি বছরের এ সময়ে বেশি।

——————————————————————————————-

মহিলা পরিষদের প্রতিবেদন

——————————————————————————————-

মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘ বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন : ২০২৪ সমীক্ষা ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য ওঠে এসেছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ আয়োজন করা হয়। সমীক্ষায় আরো বলা হয়, ১৬ থেকে ৩০ বছর বয়সিরাই বেশির ভাগ অপরাধ করছেন।

১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে সমীক্ষাটি করা হয়েছে। এ সমীক্ষায় ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক, গৃহকর্মী নির্যাতন ও সাইবার অপরাধ—এই আট অপরাধকে আলাদাভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সমীক্ষার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন মহিলা পরিষদের জ্যেষ্ঠ প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। তিনি জানান, চলতি বছরের ছয় মাসে সাইবার অপরাধ এবং গৃহকর্মী নির্যাতনের সংখ্যা কিছুটা কমলেও অন্যগুলো বেড়েছে।

কম বয়সিরা বেশি ভুক্তভোগী ও অভিযুক্ত

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৩৬৪ জন ধর্ষণের শিকার, এর মধ্যে ২২০টি শিশু ও ১৪৪ নারী। ১৪৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, যার মধ্যে ৪৯ জন মেয়ে শিশু ও ৯৯ জন নারী। ১৩৪টি শিশু ও ৭৭ জন নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণের শিকার ২২৪ জনের মধ্যে ১২৫টি শিশু। বাল্যবিয়ের শিকার ২০ শিশু। যৌতুকের শিকার ৬৬ নারী ও ২ শিশু। গৃহকর্মী নির্যাতনের মধ্যে ১৬টি শিশু ও ৮ নারী এবং সাইবার অপরাধের শিকার হয়েছেন ২৬টি শিশু ও ৩ জন নারী।

ধর্ষণের ক্ষেত্রে অভিযুক্তরা ২১ থেকে ২৫ বছর বয়সি

সমীক্ষার তথ্য বলছে, ধর্ষণের ক্ষেত্রে ২৮ শতাংশ অভিযুক্ত ব্যক্তির বয়স ১১ থেকে ৩০ বছর, এর মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সির সংখ্যা বেশি। সাইবার অপরাধের ২৯টি ঘটনার মধ্যে ১৪টি ঘটনায় অভিযুক্তরা ১৬ থেকে ৩০ বছর বয়সের। ২৪ শতাংশ শিক্ষক এবং ৩১ শতাংশ চিহ্নিত সন্ত্রাসী ও বখাটে নারী ও মেয়েশিশুদের উত্ত্যক্ত করেছে। দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ৪২ শতাংশ অভিযুক্ত ব্যক্তিই থাকে ভুক্তভোগীর অপরিচিত। উপজেলা পর্যায়ের নারী ও কন্যাশিশুর নির্যাতনের ঘটনাগুলো গণমাধ্যমে বেশি প্রকাশ পায়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!