কবিতা

  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০ পাঠক

সুখ

ফিরোজ আলম মিলন

—————————————————————-
পৃথিবীতে সুখের ক্রেতা ঘুরে বেড়ায়় অনেক
বিক্রেতা শুধু একজনেই সৃষ্টিকর্তা একক।

এই সুখ কিনতে মানুষকেই দিয়েছে বিবেক
সেই মানুষই বিচ্যুত হয় যখন হয় লায়েক।

হন্যে হয়ে ঘুরে সবাই সুখের পিছে পিছে
ভ্রান্ত পথের পথিক চলে যায় ঘৃণ্য ছাদের নিচে।

সভ্যবেশে অসভ্য হয় নিজের সুখের জন্য
বিবেক বাবু অন্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় অন্য।

মশা-মাছি, পশু-পাখি এমনকি মানুষ করছি নিধন
আমিই সৃষ্টির সেরা শুনাই অহংকারের বচন।

সুখ যখন পেয়ে যায়, ভুলে যায় ইতিহাসের অতীত
উন্মাদনায় ভাবেনা দোকানদার রেখেছে তার বিহিত।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!