পারটেক্স গ্রুপের শামিম একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি

  • আপডেট সময় বুধবার, এপ্রিল ৩, ২০২৪
  • 66 পাঠক

নিজস্ব প্রতিনিধি। ৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের দ্বি- বার্ষিক নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও পারটেক্স গ্রুপের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ শামিম উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছে।

বুধবার, ৩ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ নির্বাচনে ৪ জন অভিভাবক সাধারণ সদস্য, ১ জন অভিভাবক সংরক্ষিত সদস্য, ২ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত সাধারণ, ১ জন দাতা সদস্যসহ সর্বমোট ৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রিজাইটিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, এ নির্বাচনের সভাপতি পদে সাবেক সভাপতি জামাল উদ্দিন এবং মোহাম্মদ শামিম উদ্দিন প্রতিদ্বন্ধিতা করেন। এতে শামীম ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামাল উদ্দিন পেয়েছেন ৩ ভোট।

এদিকে ২ প্রার্থীকেই সমানভাবে ভোট দেয়ায় বাকি ১ ভোট বাতিল বলে ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা।

এর আগে, গত ৩১ মার্চ অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত মোট ১২৭৯ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৫১১ টি ভোট পেয়ে মোছলেহ উদ্দিন প্রথম, ৪২৪ ভোট পেয়ে মোরশেদ আলম দ্বিতীয়, ৩৯৭ ভোট পেয়ে রাসেল উদ্দিন তৃতীয় এবং ৩৬৪ টি ভোট পেয়ে শরিফ উদ্দিন চতুর্থ সদস্য নির্বাচিত হন।

অভিভাবক সদস্যদের মধ্য থেকে এ নির্বাচনে ৪ জন, অভিভাবক সংরক্ষিত ১ জন, শিক্ষক প্রতিনিধি সাধারণ সদস্য ২ জন, শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত সদস্য ১ জন এবং দাতা সদস্য ১ জনসহ মোট ৯ জন সদস্য তাদের ভোটাধিকারের মাধ্যমে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের আগামী দু’ বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. শামীম উদ্দিনকে নির্বাচিত করেন।

উল্লেখ্য, মোহাম্মদ শামিম উদ্দিন পারটেক্স গ্রুপ অব কোম্পানির সহকারি ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছেন। পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!