জাপানে শতবর্ষী মানুষের ৮৮ শতাংশই নারী

  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ পাঠক

দিশারী ডেস্ক।। ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে, যাদের প্রায় ৯০% নারী। দেশের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এই পরিসংখ্যান সামনে এনেছে। পরিসংখ্যানগুলো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে জনসংখ্যার সঙ্কটকে আরো বাড়িয়ে তুলেছে।

স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত, জাপানে শতবর্ষী ছিলেন ৯৯,৭৬৩। গত বছরের তুলনায় এই সংখ্যা ৪ হাজার ৬৪৪ বেশি। তাদের মধ্যে ৮৮ শতাংশই নারী। জাপানের সবচেয়ে বয়স্ক নারী ছিলেন ১১৪ বছর বয়সী কাগাওয়া শিগেকো। তিনি নারা জেলার ইয়ামাতোকোরিইয়ামা শহরের বাসিন্দা। তিনি ৮০ বছর বয়সের পরেও একজন প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন।

সূত্র : এনডিটিভি

কাগাওয়া বিবৃতিতে বলেছেন, ‘হাউস কলের সময় ব্যাপকভাবে হাঁটাই আমার বর্তমান জীবনীশক্তির উৎস।’ তার দৃষ্টিশক্তি এখনও বেশ ভালো। তাই তিনি সারাদিন টিভি দেখেন, খবরের কাগজ পড়েন এবং ক্যালিগ্রাফি করেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন বৃটিশ নারী এথেল ক্যাটারহ্যাম, যিনি ব্রাজিলিয়ান সন্ন্যাসী ইনাহ ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর এই খেতাবের অধিকারী হন। কয়েক মাস পরে আগস্ট মাসে ১১৬ বছরে পা দিয়েছেন ক্যাটারহ্যাম। জাপান ক্রমবর্ধমানভাবে জনসংখ্যার সংকটের সম্মুখীন হচ্ছে, কারণ এর বর্ধিত প্রবীণ জনসংখ্যার কারণে চিকিৎসা খাতে ব্যয় বাড়ছে।

অন্যদিকে কমছে শ্রমশক্তি। গত মাসে সরকারী তথ্যে দেখা গেছে যে ২০২৪ সালে জাপানি নাগরিকদের জনসংখ্যা রেকর্ড পরিমাণ ৯ লাখেরও বেশি কমেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পরিস্থিতিটিকে ” জরুরী” বলে উল্লেখ করেছেন। এই প্রবণতায় পরিবর্তন আনতে আরও নমনীয় কাজের সময় এবং বিনামূল্যে যত্নের মতো পরিবার-বান্ধব ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন।তবে জনসংখ্যার হ্রাস এবং বার্ধক্য হ্রাস করার জন্য সরকারের প্রচেষ্টা এখনও কোনো অর্থবহ ফলাফল মেলেনি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!