ইসরাইলি সেনারা মানসিক রোগে আক্রান্ত

  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ পাঠক

দিশারী ডেস্ক।।১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

গাজায় ইসরাইলি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২০ হাজার ইসরাইলি সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার সেনাকে মানসিক রোগের চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে ইসরাইল টাইমস।

এতে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্য সেবা নিয়েছেন এদের মধ্যে ৫৬ শতাংশ যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত। আহতদের মধ্যে ৯ শতাংশ মাঝারি থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত। ৫৬ সেনা একেবারে অক্ষম। অঙ্গচ্ছেদ হয়েছে এমন ৯৯ জনকে কৃত্রিম অঙ্গ দেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে,২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০ হাজার আহত সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে অর্ধেক মানসিক রোগে আক্রান্ত। মন্ত্রণালয় জানিয়েছে, মোট ২০ হাজার সেনার ৪৫ শতাংশ শাররিকভাবে আহত। এর মধ্যে ৩৫ শতাংশ পিটি এসডিতে ভুগছেন। ২০ শতাংশ সেনা শাররিক ও মানসিক দুই রোগেই ভুগছেন। পুনর্বাসন বিভাগ জানিয়েছে, পূর্বের যুদ্ধে আহত ৮১ হাজার ৭০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ৩১ হাজার মানসিক রোগে ভুগছেন।

২০২৮ সাল নাগাদ ওই সংখ্যা ১ লাখে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পুনর্বাসন বিভাগ জানিয়েছে, তাদের বাজেট ৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর মধ্যে যারা মানসিক রোগে আক্রান্ত তাদের জন্য বাজেট ৪ দশমিক ১ শতাংশ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!