দিশারী ডেস্ক।। ২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও কলেজগুলোর কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সভাপতি পদে দুইবারের বেশি কোনো ব্যক্তি মনোনীত হতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এই গেজেটের কপি এরই মধ্যে সব শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
গেজেটে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’এর কিছু বিষয় সংশোধন করা হলো। একইভাবে অন্যান্য বোর্ডগুলোর প্রবিধানমালাও সংশোধন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সম্পর্কে বলা হয়েছে, প্রবিধান ৬-এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ৬ প্রতিস্থাপিত হবে।
গভর্নিং বডির সভাপতি : (১) কোনো ব্যক্তিকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হতে হলে তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
(২) কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পর পর ২ বারের অধিক সভাপতি মনোনীত হতে পারবেন না, তবে, এক মেয়াদ বিরতি অন্তে এই প্রবিধানমালার বিধান মোতাবেক পুনরায় মনোনীত হতে পারবেন। (৩) কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত হতে পারবেন না। (৪) কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট ৩টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না।
প্রবিধান ৭ এর উপ-প্রবিধান (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-প্রবিধান (১) প্রতিস্থাপিত হইবে- (১) গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে, প্রবিধান ৬ এর উপ-প্রবিধান (১) এ উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে, নিম্নবর্ণিত ব্যক্তিদের মধ্য হবে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন।
(ক) সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নয় এইরূপ কোনো কর্মকর্তা অথবা ৫ম গ্রেডের নিম্নে নয় এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। (খ) পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক।
(গ) সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ; এবং (ঘ) এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যেকোনো কারিগরি বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নয় এইরূপ কোনো কর্মকর্তা বা ৫ম গ্রেডের নিম্নে নয় এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হবে না।
(৫) প্রবিধান ১০ এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ১০ প্রতিস্থাপিত হবে, যথা : ম্যানেজিং কমিটি গঠন। (১) নিম্মবর্ণিত সদস্য সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠিত হবে- (ক) একজন সভাপতি (খ) সাধারণ শিক্ষক প্রতিনিধি।
(অ) মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য হতে এই স্তরের সব শিক্ষকের ভোটে নির্বাচিত ২ জন সাধারণ শিক্ষক প্রতিনিধি : তবে শর্ত থাকে যে, মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্য হতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন।
(আ) নিম্নমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, নিম্নমাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য হতে এই স্তরের সকল শিক্ষকের ভোটে নির্বাচিত ২ জন সাধারণ শিক্ষক প্রতিনিধি: তবে শর্ত থাকে যে, নিম্নমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে, নিম্নমাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকে তাহাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন।
Leave a Reply