প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তি

  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ পাঠক

৩১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দে দৈনিক জনতা পত্রিকায় “ আলেকজান্ডার পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. দিদার হুছাইনের বিরুদ্ধে অভিযোগ ” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যে, ভূয়া, বানোয়াট ও ভিত্তিহীন বলে আমি নিম্মস্বাক্ষরকারী প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে, সোনালী গ্রাম মৌজার ২৯০ খতিয়ানের মোট রেকর্ডীয় মালিক ৫ জন। তন্মধ্যে পৌরসভার একজন মোস্তাফিজুর রহমান (বাহাদুর) ও অন্যজন আশেক এলাহী। মোস্তাফিজুর রহমান (বাহাদুর) গত বছর তথা ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ১৯.৩৯ একর জমির খাজনা বাবদ সরকারি বিধি মোতাবেক ১২,০০৫ টাকা পরিশোধ করেন। যাতে তাঁর কাছ থেকে আমরা ১২,০০৫ টাকাই গ্রহণ করি।

মোস্তাফিজুর রহমান (বাহাদুর) ০৯.০৭.২০২৫ খ্রিস্টাব্দে ১০৪৬ নং প্রসেসের আলোকে সাহাব উদ্দিন গংদের বিরুদ্ধে ৪৩৩/২৫ নং মিছ মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রতিবেদন তাঁর পক্ষে দেয়ার জন্য তিনি বিভিন্ন সময়, বিভিন্নভাবে বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন রকম প্রলোভনের (ঘুষ, ক্ষমতা) মাধ্যমে আমাদের প্রভাবিত করার চেষ্টা করেন। কিন্তু আমরা তাঁর প্রলোভনে সাড়া না দিয়ে সরেজমিন তদন্ত করে সঠিক প্রতিবেদন দেয়ায় তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অন্যদিকে আশেক এলাহীর ওয়ারিশ মাকতুমা খাতুন থেকে ১২.০৩. ২০২৫ খ্রিস্টাব্দে ৮২৮ নং সাফ কবলা দলিলমূলে খরিদসূত্রে মালিক হন। কিন্তু সাহাব উদ্দিন গংরা ০৮.০৪.২৫ খ্রিস্টাব্দে তাদের দেওয়ানী মামলা ১১৯/২৫ দায়ের করার আগেই, অর্থ্যাৎ ২৪.০৩.২৫ তারিখে নামজারী জমা-খারিজ সৃজন করেন।

আর এসব কারণে তিনি আমাদের হেয় প্রতিপন্ন এবং মানহানি করার উদ্দেশ্য মিথ্যে, ভূয়া ও বানোয়াট তথ্য দিয়ে এমন ভিত্তিহীন খবর প্রকাশে অনুপ্রাণিত করেছে।

আমরা প্রকাশিত মিথ্যে, ভিত্তিহীন, ভূয়া ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

( মো. দিদার হুছাইন )
ভূমি সহকারী কর্মকর্তা
আলেকজান্ডার পৌর ভূমি অফিস
রামগতি, লক্ষীপুর।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!