সোনাপুরে সরকারী খালে দ্বিতল ভবন, নীরব কেন সড়ক প্রশাসন !

  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৩ পাঠক

দিশারী ডেস্ক ।। ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ।।

নোয়াখালী পৌরএলাকার উত্তর সোনাপুরে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের খাল দখল করে দ্বিতল ভবন করছেন নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুরের মুজাফফর আহাম্মদের পুত্র মোহাম্মদ হোসেন আলী। এর ফলে সামান্য বৃষ্টি হলে ফের এ এলাকায় চরম জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা করছেন সোনাপুরের স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, তাকে সরকারী রাস্তার খাল প্রকাশ্যে দখল করে ভবন নির্মাণ করার কাজে সহায়তা করছেন স্থানীয় বিএনপির তিন নেতা। বিনিময়ে তিন লাখ টাকায় রফাদফা হয়েছে এমন দখলের উত্তেজনা।

জানা যায়, নোয়াখালী পৌরএলাকার সোনাপুর আহমদীয়া স্কুলের পশ্চিম পাশের রেলওয়ের পার্শ্ববর্তী, সোনাপুর স্পোটিং ক্লাবের পাশের এ খালটি রাস্তার ও জনবসতির পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম।

অথচ এ খালটির পানি প্রবাহের স্বাভাবিক গতিধারা বন্ধ করে তার ওপর বহুতল ভবন নির্মাণ করেছেন আওয়ামী লীগের কর্মী পরিচয়ের একজন মোহাম্মদ হোসেন আলী । ইতোমধ্যে দ্বিতল ভবনও প্রায়ই সম্পন্ন হয়েছে ওই জায়গায়।

স্থানীয়রা জানান, যে ভূমির ওপর দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে তার সামনের অংশ সড়ক ও জনপদ রাস্তা, পেছনের অংশ বাংলাদেশ রেলওয়ের।

এলাকাবাসী এ অবৈধ বহুতল ভবন কাজে বাধা দিলে সোনাপুরের কয়েকজন বিএনপির নেতা দখলদার মোহাম্মদ হোসেন আলী থেকে ৩ লাখ টাকা নিয়ে স্থানীয়দের উত্তেজনা প্রশমনের দায়িত্ব নিয়ে মোহাম্মদ হোসেন আলীকে সার্বিক সহযোগিতা করার কথা জানান অনেকে ।

তারা জানান, মোহাম্মদ হোসেন আলীকে এ ভবন নির্মাণ কাজে সার্বিক সহযোগিতা করছেন সোনাপুরের স্থানীয় বিএনপির তিন নেতা। বিএনপির এসব নেতাদের এহেনও কর্মকাণ্ডে বিএনপির নিবেদিত নেতা, কর্মীদের মধ্যে নানা ক্ষোভ দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা, কর্মীরা জানান, বিএনপির সুবিধাভোগী নেতাদের এসব কর্মকান্ডে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। এসব নেতাদেরকে গত দশ বছরেও কোন আন্দোলন, সংগ্রামে রাস্তায় দেখা যায়নি। এমন কি আওয়ামী লীগের ক্ষমতা থাকার ১৭ বছরের মধ্যেও তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।

সাধারণ জনগণের জলাবদ্ধতা নিরসনে উত্তর সোনাপুর খালের ওপর এই অবৈধ ভবন নির্মাণ বন্ধসহ দখলদার মাইন উদ্দিনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি করছেন তারা।

এ অঞ্চলের বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা আরো জানান, সোনাপুরে স্থানীয় বিএনপি’র যেসব নেতা অর্থের বিনিময়ে অবৈধভাবে উত্তর সোনাপুর খালের ওপর এ ভবন নির্মাণ কাজে মোহাম্মদ হোসেন আলীকে সহায়তা করছে, তাদের চিহ্নিত করে নোয়াখালী জেলা বিএনপি এসব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া খুবই জরুরি।

এ ব্যাপারে দখলদার নোয়াখালী পৌরসভা ৭নং ওয়ার্ড মধ্যকরিমপুরের মোজাফফর আহমেদের পুত্র আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসেন আলী এবং ছোট ভাই আওয়ামী লীগের নেতা, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাইন উদ্দিনকে জানতে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার মতামত জানা যায়নি।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!